হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, স্ত্রীর প্রতি স্বামীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ভালো আচরণ করা, সদ্ব্যবহার করা। মূলত ভালো ব্যবহার ও উত্তম আচরণ পাওয়া স্বামীর উপর স্ত্রীর অন্যতম একটি হক বা অধিকার। এ ভালো ব্যবহারই হচ্ছে সুখী দাম্পত্য জীবন ও দৃঢ় বন্ধনের মূলমন্ত্র।
তাই স্বামীর উচিত স্ত্রীর সাথে দয়া, সহানুভূতি ও সদাচরণ করা। স্বামী মধুর আচরণের সঙ্গে প্রাণ দিয়ে ভালোবাসে স্ত্রীকে মুগ্ধ করে রাখবে।
এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন-
'... আর স্ত্রীদের সঙ্গে সদ্ব্যবহার করো, উত্তমভাবে জীবন যাপন করো..।'
(সুরা নিসা- ১৯)
রাসুলুল্লাহ্ (সা.) এরশাদ করেন,
'الاخیرکم خیرکم لنسائه و انا خیر کم لنسائى.'
অর্থঃ- 'তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে আর আমি তোমাদের মধ্যে (আমার স্ত্রী সাথে) সর্বোত্তম আচরণকরী।'
(ওসায়েলুশ শিয়া খ: ২০ পৃ:১৭১ হাদীস ১১)
নবী করীম (সা.) অন্যত্র এরশাদ করেন,
' كُلَّما ازدادَ العَبدُ إيمانا ازدادَ حُبّا للنِّساءِ.'
অর্থঃ কোনো ব্যক্তির ঈমান যত বেশি বৃদ্ধি পায়, সে তার স্ত্রীকে তত বেশি ভালোবাসে!'
(বিহারুল আনওয়ার খ: ১০৩ পৃ: ২২৮)
আমিরুল মু'মিনিন আলী (আঃ) বলেন,
'فَدارِها علی کل حال واحسن الصحبة لها فیصفو عیشُک.'
অর্থঃ সর্বাবস্থায় স্ত্রীর সঙ্গে মানিয়ে চলো, তাকে উত্তম সঙ্গ দাও; এতে তোমার জীবন নির্ঝাট ও সুন্দর হবে।
ইমাম জাফর সাদিক (আঃ) বলেন,
'من اخلاق الأنبیاء حب النساء.'
অর্থঃ স্ত্রীকে ভালোবাসা ও শ্রদ্ধা করা নবী-রাসুলগণের আদর্শ (সুন্নত)।
(ওসায়েলুশ শিয়া খ: ২০ পৃ:২২ হাদীস ২)
ইমাম জাফর সাদিক (আঃ) আরো বলেন,
'کل من اشتدلنا حبا اشتد للنساء حباً…'
অর্থঃ যে কেউ আমাদের ভালোবাসে (অর্থাৎ আমাদের অনুসারীরা), তারা অবশ্যই তাদের স্ত্রীকে অনেক ভালোবাসবে!'
(ওসায়েলুশ শিয়া খ: ২ পৃ:২৪ হাদীস ১২)
আল্লাহতালা আমাদেরকে আমাদের স্ত্রী ও পরিবার-পরিজনদের সাথে উত্তম আচরণ করার তওফিক দান করুক। আমিন।
লেখাঃ রাসেল আহমেদ রিজভী